হরিরামপুর উপজেলার উপজেলার সর্ব দক্ষিণে পদ্মার তীর ঘেষে অবস্থিত ধূলশুড়া ইউনিয়ন। এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা আর এই ভাঙ্গা গড়ার খেলা নিয়েই ধূলশুড়ার মানুষের জীবন যাত্রা। পদ্মার ভাঙ্গনকে বৃদ্ধাগুল দেখিয়ে এখনার কৃষকেরা মাঠে খেলতে নামে লাঙ্গল নিয়ে। আর সবুজে সবুজে ভরে ওঠে এখানকার ফসলের মাঠ।
পদ্মার ভাঙ্গন ধুলশুড়ার মানুষের নিত্য দিনের সাথী। যদিও ভাঙ্গন রোধ করা সম্ভব হয়ে উঠেনা এখানকার মানুষের, তারপরও চলে প্রাণপন চেষ্টা যাতে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পায় পূর্ব পুরুষের স্মৃতি বিজড়ির বসত বাড়ী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস