কালের স্বাক্ষী বহনকারী পদ্মার তীরে গড়ে উঠা হরিরামপুর উপজেলার সর্ব দক্ষিণের একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো ধূলশুড়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ধূলশুড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
নাম – ১২নং ধূলশুড় ইউনিয়ন পরিষদ
আয়তন – ১৩.৬৩ (বর্গ কিঃ মিঃ)
লোকসংখ্যা – ১২০৭৭ জন (প্রায়)
গ্রামের সংখ্যা – ২৭ টি।
মৌজার সংখ্যা – ২১ টি।
হাট/বাজার সংখ্যা -৪ টি।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বর্ষায় নৌকা অথাব ট্রলার শুকনা মৌসুমে পায়ে হেটে
শিক্ষার হার – ৫০.০৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস