ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়
১৯২৩ সালের 16 জুন প্রতিষ্ঠিত ইব্রাহিমপুরের উচ্চ বিদ্যালয়টি তৎকালীন আজিমনগর নিবাসী জমিদার ঈশ্বর চন্দ্র চক্রবর্তীর নামানুসারে নামকরণ করা হয়। অনেকেরই ধারণা হয়তো ঈশ্বর চন্দ্র চক্রবর্তীই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা। মূলতঃ ঘটনাটি তা নয়। ঈশ্বর চন্দ্র চক্রবর্তীর ছিল তিন পুত্র। এই তিরত্নের আন্তরিক প্রচেষ্টাতে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় বাবু যোগেশ চন্দ্র চক্রবর্তীর ভূমিকা ছিল সবার্ধিক।অন্য দুই ভাই অংশীদার মাত্র। সৃষ্টি সুখের উল্লাসে উল্লাসিত বাবু যোগেশ চন্দ্র চক্রবর্তী এমনভাবে এই বিদ্যালয়টিতে উৎসর্গ করিছিলেন যে, এক পযার্য়ে নিজের স্ত্রীর গহনা বিক্রি করে বিদ্যালয় প্রতিষ্ঠার মত মহান কাজে অর্থ যোগান দিয়েছিলেন এবং শেষ পযর্ন্ত তিনি পাগল নামে আখ্যায়িত হয়েছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস