Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ধূলশুড়ার হাট-বাজার

ধূলশুড়া হাট:

এটি একটি সুপ্রাচীন হাট। পদ্মা নদীর তীঁর ঘেঁসে যার অবস্থান। কিন্তু পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে তার ঐতিহ্য ও সুনাম। তার পরও হাটটি  জরাজীর্ণ অবস্থায় আজও টিকে আছে।

 

বোয়ালী হাট:

এটিও একটি সুপ্রাচীন হাট ছিল। কিন্তু পদ্মা নদীর ভাঙ্গনের ফলে বিলীন হয়ে গেছে।

 

গঙ্গারামপুর বাজার:

পদ্মার ভাঙ্গনের ফলে দুটি হাট বিলীন হয়ে যাওয়ার পর মানুষের দৈনদিন চাহিদা মিটাতেই সৃষ্টি হয় গঙ্গারামপুর বাজারের। ধূলশুড়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এই বাজারটির অবস্থান।